এমন সুন্দর গৌর কোনখানে আছিল গো

এমন সুন্দর গৌর কোন্খানে আছিল গো
কে আনিল নদীয়া নগর।। ধু।।
দেখিয়া রূপের ছটক বিন্ধিলো অন্তরে
পাইতে সে মোহন রূপ প্ৰাণ কান্দে পুলক ভরে
এমন সুন্দর করি গড়ছে কোন্ কারিগরে
পিরিত কুন্দে বদন কুনিছে নয়ন কুনছে কামশরে
ভাবেতে অবশ হইয়া ধূলায় গড়ন করে
ভক্তজন আসিয়া তাদের সাপুটিয়া ধরে
ধুলায় লুটিয়া গৌর ইষ্টনাম জপ করে
ভাবিয়া রাধার রূপ সরস হইল প্রেমাধারে৷
বাউল রাধারমণ বলে ভাসিয়া প্ৰেম সায়রে
গৌর প্ৰেমে প্রেমিক হইয়া তরিয়া যাইমু সেই পারে৷

[গৌরপদ]