জলে গেছিলাম একেলা

জলে গেছিলাম একেলা
একলা পাইয়া শ্যাম বন্ধে খেলিয়াছে রসের খেলা৷
একলা পাইয়া শ্যাম বন্ধে করছে উলা মেলা
বহুরসের খেলা খেলছে শ্যাম চিকন-কালা
জল আনতে কলসী কাঙ্খে গেছিলাম অবলা
কুলবধূ মান্ছে না গো কুল নাশিছে নন্দের কালা৷
ভাবিয়া রাধারমণ বলে শোনা গো সব অবলা
কেউ যাইছ না জলের ঘাটে কুল নাশিবো নন্দের কালা।।

[পূর্বরাগ]