জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে

জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে৷
এগো জল দিলে দ্বিগুণ জ্বলে শীতল হয় না গঙ্গাজলে।।
বন পোড়ে সকলে দেখে মনের আগুন কেউ না দেখে
বিনা কাঠে জ্বলছে আগুন আমার রিদের মাঝে
ভাইবে রাধারমণ বলে আমার মনের অনলা কেউ না দেখে
আমি হইয়াছি পিরিতের মরা অন্যে কি জানিতে পারে।।

[পূর্বরাগ]