কদমতলে কে বাজায় মুররী গো সজনী

কদমতলে কে বাজায় মুররী গো সজনী
কদমতলে কে বাজায় মুররী।। ধু।।
মোহন সুরে বাজায় বাঁশি শুনতে মধুর তানা
প্ৰেমভাবে ভাবিক হইল বাঁশি হয় আপনা৷
তরল বাঁশের বাঁশি মধুর স্বরে বাজে
শুনিতে অন্তর কাপে মন চলে না কাজে৷
দিন রজনী ঝুরিয়া মরি বাঁশির জ্বালায়
বাধা নিষেধ না মানিয়া মোর নামে বাজায়
ভাইবে রাধারমণ বলে রসিক সুজন
ভাবের বাঁশি বাজাও সবে জগৎ মোহন৷

[পূর্বরাগ]