কইতে ফাটে হিয়া

কইতে ফাটে হিয়া
দুঃখে বিরাহিণীর জনম যায় গইয়া
অবলা সরল জাতি দারুণ বিধি কি নিদয়া
সখী গো যার চরণে জাতি যৌবন দিলাম গো সাধিয়া৷
বন্ধে মরে ভিন্ন বাসে কি দুষ জানিয়া
লুকের কাছে কই না লাজে থাকি মনে সইয়া।।
বন্ধে মরে ছাইড়া গেল প্ৰেম ফান্দে ঠেকাইয়া
সখী গো ভাইবে রাধারমণ বলেন মনেতে ভাবিয়া।।

[বিরহ]