কলির জীবের ভাবনা কিরে মন

কলির জীবের ভাবনা কিরে মন
হরে কৃষ্ণ নাম যার হৃদয়ে গাথা৷
ছয় রিপুর সনে যোগ মিলাইয়ে
দয়াল গুরুর চরণে মুড়াইও মাথা৷
আশাবৃক্ষ রোপণ কৈরে বৃক্ষ প্ৰেমফল ধরিবে বৈলে
বৃক্ষে প্ৰেমফল ধরিত যদি দিনে দিনে বাড়িতো তরু গো লতা
ভাইবে রাধারমণ বলে যে ধইরাছে গুরুর পদে৷
যে ধইরাছে গুরুর পদে
তার জীওন মরণ সমান গো কথা।।

[প্রার্থনা]