ললিতে বিনয় করি বলিগো শ্যাম

ললিতে বিনয় করি বলিগো শ্যাম নাম আর লইও না৷
সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না৷
যেমন কুমারের ফণী ভিতরের অগ্নি বাইরে কেউ দেখে না
হৃদয় চিরিয়া দেখা গো সজনী জল দিলে তবু নিবে না
গোকুল নগরে কেবা না পিরিত করে কার পিরিতে
এতই লাঞ্ছনা
সুজনের পিরিতি বাড়ে নিতিনিতি যেমন সোয়াগেতে
মিশে সোনা
শ্ৰীরাধারমণের বাণী শুন গো সজনী শ্যাম পিরিতে
আমারে চাইল না।।

[বিরহ]