মইলাম বন্ধু তোর পিরিতের দায়

মইলাম বন্ধু তোর পিরিতের দায় পিরিতে কলঙ্ক রইলো
পিরিতে না ভুলা যায়।। ধূয়া।।
মনে যারে লাগে ভালো সে কিবা সাদাকালো
চউখে আন্ধি লাগিয়া গেলো কলঙ্ক রাখিল মাথায়৷
প্রেমের প্রেমিক হইয়া তোর পানে রইলাম চাইয়া
একে তুমি দিছো কইয়া প্রেমিক আইলে একদিন পাইবায়৷
পিরিতের শেল যার বুকে দিনরজনী যায় তার দুকে
তোমারে পাইলে বুকে আনন্দে থাকিতাম সদায়৷
সদায় থাকিতাম সুখে ভাল ভাল বলতে লোকে৷
সুখী হইতাম দুই লোকে খ্যাতি রইতো দুনিয়ায়৷
ভাবিয়া রাধারমণ বলে কুপ্রেমে দিন যায় চলে
সু পিরিত কোথায় মিলে ভাবতে ভাবতে জীবন যায়।।

[বিরহ]