মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ

মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ কৃষ্ণও হরে হরে।। ধু।।
মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
লাভে মূলে সব হারাইলাম লোহা কিনলাম সোনার দরে?
মন রে- হস্তপদে বন্ধন ছিল জননীর জঠরে
বন্ধন মোচন কে করিল কে আনিল এ সংসারে?
মন রে- ভাইবে রাধারমণ বলে জনম গেলো হেলে
চৌরাশি যোনি ভ্ৰমণ করে জনম মুনিষ্যি কুলে৷

[প্রার্থনা]