নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে

নবদ্বীপের মাঝে গো গৌরচাঁদে নৌকা সাজাইছে৷
ষোলনাম বত্ৰিশ অক্ষরে গৌরায় নৌকা সাজাইছে।।
গৌরার হাতে লোটা মাথায় জটা নামাবলী গায়৷
গৌরার কপালে চন্দনের ফোঁটা তিলক নাসায়৷
আগে দাঁড়ি পিছে দাঁড়ি মধ্যে গৌররায়৷
জয়রাধার বাদাম দিয়া তরী উজান বাইয়া যায়৷
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া৷
গৌরায় হরি হরি বলিয়া নদীয়া বেড়ায়।।

[গৌরপদ]