নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে

নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে।। ধু।।
এগো হরিবল হরিবল বইলে গৌরচান্দ আনন্দে ভাসিয়াছে।। চি।।
কেউ বলে যশোদার পুত্ৰ বুঝি নীলমণি
কেউ বলে শচীর দুলাল গউরচান গুণমণি৷
নয়নেরি দুটি চন্দ্ৰ ঝিলমিল ঝিলমিল করে
কুটি চন্দ্র বিরাজিত গউরার উজ্জ্বল কমলে।।
ভাইবে রাধারমণ বলে শুন শচীরানী গো
জীব নিস্তারিতে গউরচান হইয়াছে সন্ন্যাসী গো।।

[গৌরপদ]