ও শ্যাম রসবিন্দাবনে আও না কেনে

ও শ্যাম রসবিন্দাবনে আও না কেনে আও না কেনে
রাসবিন্দাবনে৷
যত ফুলে মধু ছিল সকলি শুকাইয়া গেল
ফুল যে মধুহীন প্ৰাণনাথ জানিল কেমনে৷
চৌরাশি ক্রোশ বিন্দাবন সেথায় মজিল মন
তাতে ফুল বিকশিত পান করছে আপন মনে৷
ভাইবে রাধারমণ ভনে শ্যাম আছে আনন্দমনে
সে যদি আনন্দমনে আমি নিরানন্দ কেনে?

[বিরহ]