ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি

ঐ আসরে আইসরে গৌরচান্দ গুণমণি
আনিয়া প্রেমের বন্যা ভাসাইলায় অবনী৷
তুমি দয়া না করিলে গৌর কে করিবে আমারে
ওরে দেও দরশন পতিতপাবন জুড়াউক পরানীরে
নদীয়ার যত নারী রে তারা সব হইল ধনী
গোলকে আনিয়া প্ৰেম ভাসাইলা অবনী৷
ভাইবে রাধারমণ বলেরে গৌরচান্দ গুণমণি
অন্তিমকালে দেও মোরে চরণ দুখানি।।

[গৌরপদ]