পতিতপাবনে চৈতন্য নিতাই

পতিতপাবনে চৈতন্য নিতাই।। ধু।।
পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই।। চি।।
তিন যুগের পতিত মোরা এমন পাপী ভবে নাই৷
পতিতপাবেন নামের সাখী দেখাবে জগাই মাধাই।। ১।।
রাজপদ ইন্দ্ৰপদ ব্ৰহ্মাপদের বাঞ্ছা নাই।।
নিজদাস করিয়ে রেখে কাছে তোদের কাছে ভিক্ষা চাই।। ২।।
পরশে পবিত্র করে কৰ্ণে দেহ নাম শুনাই
শ্ৰীরাধারমণ ভনে অন্তিমকালে চরণ চাই।। ৩।।

[গৌরপদ]