প্ৰাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া

প্ৰাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া৷
বন্ধু দেও আনিয়া রেসুবল বন্ধু দেও আনিয়া৷
দয়া নাই রে বন্ধের মনে রাধার লাগিয়া
দিন যায় রে দুঃখে সুখে রাত্রি যায় কান্দিয়া
আইস বন্ধু বইস কোলে দুঃখিনী জানিয়া
সুখ দুঃখ পাহরিতাম ঐ চান্দ মুখ দেখিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
শ্ৰীচরণে রাইখ মোরে আদর করিয়া।।

[বিরহ]