সই আমি বসে রৈলাম কার আশায়

সই আমি বসে রৈলাম কার আশায়
কালার সনে পিরিত করি ঠেকলাম বিষম দায়।।
ছাই দিয়েছি কুলেরে মানিক গৃহে থাকা দায়
কথা দিয়েও কুঞ্জে আমার আয় না শ্যামরায়।।
আসব আসব আসব বইলা নিশি গাইয়া যায়
সুখের নিশি গত হইল বন্ধু রইল কোথায়।।
কুহু কুহু কুহু রবে ডাকে কোকিলায়
কী দোষে প্ৰাণ বন্ধুর দয়া হইল না আমায়৷
ভাইবে রাধারমণ বলে ব্ৰজে আমি যাইতাম চলে
দেহমন সপিয়া দিতাম কালার রাঙ্গা পায়।।