শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী

শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
পিরিত বড় বিষম জ্বালা৷
সরল পিরিত মোর গরল হইল সই-
বুঝি মোরে বিধি বিড়ম্বিলা।।
সুখের ভরসা কৈরে ডুব দিনু প্রেমসাগরে
কর্ম ফলে সাগর শুষিলা৷
জল ছাড়া মীনের মত হিয়া জ্বলে অবিরত
সোনার বরণ হৈল কালা।।
সাধের পিরিতি মোর দিবানিশি চিন্তাজ্বর
দিনে দিনে হইল দুর্বলা
শ্ৰীরাধারমণ বাণী, শুন রাধা বিনোদিনী
ধৈর্য ধর না করে উতলা।।

[বিরহ]