সন্ধ্যাকালে বাজাও বাঁশি

সন্ধ্যাকালে বাজাও বাঁশি আর কি সময় নাইরে
কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না।। ধু।।
অসময়ে বাজাও বাঁশি সময় চিনো না
দিন শেষে কার্যের ফাঁকে শুনতে পারি না৷
শুনতে না পারি বাঁশি কাজেতে মন বসে না
শ্বাশুড়ি ননদী ঘুংরায় দেখিয়া আন্মনা৷
বাউল রাধারমণ বলে করি রে বন্ধু মানা
অসময়ে বাঁশি বাজায় দ্বিগুণ জ্বালায় জ্বালিও না।।

[পূর্বরাগ]