তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক

তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক
প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক।। ধু।।
দারুণ বিধি হইল বাদী বিনা দোষে হইলাম দোষী গো
এগো দারুণ বিধি মোর কপালে লেখছে কত দুখ৷
আগে কত ধরি প্রেম শিখাইলো হস্তে ধরি গো
এগো প্ৰেম করিয়া ছাড়িয়া যাওয়া মনে বড় দুখ্৷
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে গো
এগো তোমরা যদি দেখাও আমি দেখি শ্যামের মুখ।।

[বিরহ]