দূরে আছি এই ভালো

কাছে গিয়ে দুঃখ পাওয়ার চেয়ে
দূরে আছি এই ভালো,
এইতো বেশ ভালো আছি।

অনেকটা পথ এক সাথে চলেছি
বুঝেছি শুনতে হবে ভাঙনের গান,
মানিয়ে নেয়ার শত চেষ্টা করেও
পাল্টে গেছে জীবনের অভিধান।

আমার আর্তনাদ আমারই থাক
নাইবা তোমার থাকি কাছাকাছি।

আমার সুখে যদি তোমার অসুখ
চাইনা কাছে থেকে আমি সেই সুখ,
বিষাদ গাঁথা দূর থেকে এঁকে যাই
একটু কষ্টে তাই শুধু ভয় পাই।

কন্ঠ: আজম খান
সুর: প্রিন্স মাহমুদ