প্রশ্ন

মাঝে মাঝে প্রশ্ন জাগে চলে গেলে কেনো
আকাশ ছুঁয়ে ছুঁয়ে দেখি উত্তর পাই যেন,
নদীকে প্রশ্ন করি পথ কোন ঠিকানায়?
বলে সে সাগরেরই ঐ সীমানায়,
সাগরকে প্রশ্ন করি ঢেউ কেন যে খেলে যায়
সে যে বলে শুধু চাঁদেরই ইশারায়।

চাঁদকে প্রশ্ন করি লুকিয়ে কেন থাকো?
সে যে বলে সূর্য যে কেন দেয় না আলো,
সূর্য কে প্রশ্ন করি অস্ত কেন যাও?
সে যে বলে খুঁজে দেখো উত্তর কোথায় পাও।

পাখিদের প্রশ্ন করি উড়ে উড়ে যাও কোথায়?
ওরা বলে আকাশে যার নেই কোন সীমানা,
তারাদের প্রশ্ন করি আমায় সঙ্গে নাও
ওরা বলে নিতে পারি যদি পৃথিবী ছেঁড়ে দাও,
নিজেকে প্রশ্ন করি হায়রে ভালোবাসা কই?
মন বলে তোমারই মাঝে তাই চেয়ে রই।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু