নগর বাউল

যান্ত্রিক নগরে,
এখন মাঝরাত পেরিয়ে গেছে,
কিছু জেগে থাকা প্রজাপতি
আর প্রহরীর হুশিয়ারি।

আমি এক নগর বাউল,
জেগে আছি বড় একা।

খোলা জানালার ঐ আকাশে
আমার ফেলে আশা পলাশপুরে,
লাজুক ঝুমকোলতা বুঝি ঘুমিয়ে পড়েছে
চোঁখে স্বপ্নীল সুখের ছোঁয়া আর এক বুক যন্ত্রনা নিয়ে।

এখন মাঝরাত পেরিয়ে গেছে
শিশির ফেলে আশা মেঠো পথে,
নির্ঘুম দু’চোখ শুধু তোমাকে খোঁজে
আমার ফেলে আশা পলাশপুরে।

কন্ঠ ও সুর: জেমস