আহবান!

মায়া মায়া আলোতে
ভীরু ভীরু পায়েতে
তুমি এলে নীরবে কাছে।
নিভু নিভু আলোতে
ঝিরি ঝিরি বাতাসে
তুমি এলে সঙ্গোপনে।

নয়নে-গোপনে
যতো দেখি কাটেনাতো ঘোর
এসোনা-আবেশে
প্রেমের ও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝড়।

মাতায় প্রণয়ের আলো
কি নেশা ছড়ালো-চোখের ইশারাতে।
উতাল সে আহবানে
নয়নে-নয়নে তৃষ্ণা-এ নিশীথে।

উদাসী বাতাসে
তোমারই সুবাসে
ছড়ালো উন্মাদনা।
চপল চাহনী
তুমি মায়াবিনী
জড়ালো শিহরণে।

চুপি চুপি এই নিশি
বলে যায় ভালোবাসি
নিরালায় নির্জনতায়
তুমি আমি মুখোমুখি
এসো তবে কাছাকাছি
এসোনা আলিঙ্গনে।

কন্ঠ ও সুরঃ হাবিব ওয়াহিদ