বলী খেলা

বৈশাখে বৈশাখে নদীগুলো ছুটছে
বৈশাখে গাছগুলো দুলে দুলে উঠছে
লালদীঘি লাল রঙে খুব সেজেছে
সাজ সাজ রব হেথা মেলা বসেছে
বাগানে কুসুমকলি খুব ফুটেছে
বলী খেলা বলী খেলা মেলা বসেছে
মুরলি মুড়কি নেবে, হাড়ি কলস নেবে
মাটির পুতুল নাকি ফুলের ঝাড়ু নেবে
শীতলপাটি আঃর খুন্তি-বটি,
ফুলের পসরা নিয়ে মেলা বসেছে।

চট্টগ্রাম শহরে বসেছে মেলা,
বহুদূর দূর থেকে মানুষের ঢল নামে, মেলাবার মিলন মেলা
বাঁশি আর ঢোল আর মানুষের পদধ্বনিতে
প্রাণে প্রাণ মেলাবার সুর আমি পাই যে শুনিতে
সব পথ বৈশাখি মেলায় বসেছে
বলী খেলা বলী খেলা মেলা বসেছে।

মাঠে আঃর সড়কে বসেছে মেলা
রকমারি চুড়ি আঃর টক-ঝাল-মুড়ি ছুঁয়ে যায় ছেলেবেলা
গনগনে সূর্যের অংগার ঝরছে মাটিতে
দীপ্র দুপুর বাজে মেলার নুপূর
দেখি চঞ্চল ছায়া সরে যেতে
কালবৈশাখি কবে মুখ ঢেকেছে
বলী খেলা বলী খেলা মেলা বসেছে।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস