ঘুম ঘুম মায়া মায়া লাগছে

ঘুম ঘুম মায়া মায়া লাগছে
কী ভাল যে লাগছে দূর পাহাড়টা
ছোট্ট নদীটির পাশটায়
ছায়া ছায়া গ্রামটায়
কাঁঠালের বনটা জুড়ে
কাঞ্চনার মুখটাই ভাসছে।

নদীটির জলটায় ছাইরঙা হাঁসটি
কলমীর বনটায় পড়ে থাকা মনটি
মাছ্রাঙা পাখিটির কামরাঙা উচ্ছ্বাস
নিয়ে কোথাও যেন পাড় ভাঙছে।

বৈশাখী মেঘটা ফসলের মাঠটা
ধানভাঙা-ছন্দে কেটে যাবে দিনটা
কেটে গেছে দিনটা স্মৃতিচর মনটায়
যেন কেউ আমায় পিছু ডাকছে।।

কন্ঠ ও সুর: শান্তনু বিশ্বাস