বিচারপ্রার্থী

দয়াহীনে দণ্ড দিতে তুমি আছ, হরি!
নালিশ তোমার নামে কার কাছে করি!
কাতরে মিনতি করি নাহি তোলো কানে,
নীরবে বসিয়া থাক,-ব্যথা পাই প্রাণে;
আকুল নয়নে চাই ধরিয়া চরণ,
প্রাণের বেদনা সদা করি নিবেদন;
মনের মোহের ফাঁস কর প্রভু ক্ষয়,
তুকা কয়, আর নয়,- এস দয়াময়!

তুকারাম।