ডেকেছ- টেনেছ চরণে কৃপায় (গান)

গান

(যদি) ডেকেছ- টেনেছ চরণে কৃপায়
(প্রভু) আর তবে কোনো না হে দূর,
(আমি) অশরণ, বিসরণ থেক না আমায়
শরণাগত আমি যে আতুর।
চপলে কর পায়ে থির
দুরাশা হর এ হৃদির
দুর্গতি-গহন-তিমির
(ওগো) নিবায়ো না আলো-অঙ্কুর।
(এই) কণ্ঠে তোমারি দাও নাম- অবিরাম
(এই) চিত্তে ও প্রেম প্রাণায়াম-প্রেমধাম!
পরাণে দাও প্রভু শান্তি
নয়নে শান্তির কান্তি
অন্তরে দাও তব সুধা
দাও ওগো চির-সুমধুর!