জুঁই

বরষার ধারা-যন্ত্র-ভবনে খুলেছে কল,
চল্‌ সখী মোরা তরুণ এ তনু জুড়াই চল্‌।

শিথিল ক’রে দে সবুজ আঙিয়া, আজ বিকালে,
কিসের সরম মেঘে ঘেরা এই রং মহালে?

আঁধার কানন আলো করি আয়, বন-জোসিনী!
আয় সুবাসিনী, আয় গো অমলা, সন্তোষিনী;

হৃদয়ের মধু-গন্ধ-গেহের খুলেছে চাবি,
ঘোমটা খুলিতে নয়ন মেলিতে আর কি ভাবি?

দুয়ারে দাঁড়ায়ে সঙ্কেত করে সন্ধ্য-দূতী,
প্রাবৃটের রং-মহাল-বাসিনী রূপসী যূথি!

হৃদয়ের মধু-গন্ধ-গেহের খুলে দে কল,
বরষার ধারা-যন্ত্র-ভবনে চল্‌ গো চল্‌!