ফুলের ফসল

( ১৯১১ )

এটি সত্যেন্দ্রনাথ দত্ত-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯১১ সালে কলকাতায় ইণ্ডিয়ান পাবলিশিং হাউস থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীঅপূর্ব্বকৃষ্ণ বসু। এটি বইটির তৃতীয় সংস্করণ। এতে মোট ১৯টি গান ও ৯১টি কবিতা রয়েছে।

সূচীপত্র