ফুলের ফসল
এটি সত্যেন্দ্রনাথ দত্ত-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯১১ সালে কলকাতায় ইণ্ডিয়ান পাবলিশিং হাউস থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীঅপূর্ব্বকৃষ্ণ বসু। এটি বইটির তৃতীয় সংস্করণ। এতে মোট ১৯টি গান ও ৯১টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- আমন্ত্রণী
- এস
- ফুলের দিনে
- ফাল্গুনী হাওয়া
- মৌন বিকাশ
- কুঁড়ি
- পুষ্পময়ী
- প্রেমাভিনয়
- মহুয়া ফুল
- জ্যোৎস্নায়
- মুকুলের মুখ আল্গা হ’ল (গান)
- লতার প্রতি
- আজি এই সাঁঝের হাওয়ায় (গান)
- অশোক
- কেন নয়ন হয় গো মগন (গান)
- ধারা
- জ্যোৎস্না-মেঘ
- চাঁদেরি মত চির সুন্দর সে (গান)
- অনুরোধ
- কুণ্ঠিতা
- যদি
- স্বপ্নময়ী
- চোখে চোখে
- যদি তোমার চোখের আলোয় (গান)
- মনের চেনা
- আমার পরাণ ঘিরি’ ফুট্ল কুসুম (গান)
- নীরবতার নিবিড়তা
- হায়! বারণ করে! (গান)
- আপন হওয়া
- বাঁশী
- গান গেয়ে হায় কে যায় পথে (গান)
- চির সুদূর
- হাস্নু হানা
- স্বর্ণমৃগ
- উন্মনা
- বিরহী
- স্বপন
- ঘূর্ণি
- চৈত্র হাওয়ায়
- কেন
- তাই
- গোলাপ (গান)
- পিয়াও মোরে রূপের সুধা (গান)
- জ্যোৎস্না-অভিষেক
- করবী
- আফিমের ফুল
- কাঁটা বনে কেন আসিস্ জোনাকী (গান)
- স্রোতের ফুল
- অভিমানের আয়ু
- বাসি তাজা
- বঁধু আমার শুধু তুমি (গান)
- জলের আল্পনা
- কারো আঁখি তুলে (গান)
- ভগ্নহৃদয়
- পুরাণো প্রেম
- আহা কারে দেখে আঁখিতে (গান)
- মধু ও মদিরা
- প্রেম-ভাগ্য
- প্রেমের প্রতিষ্ঠা
- হায় ভালোবাসার আলয় (গান)
- তোড়া
- একের অভাব
- বর্ষ-বিদায়
- বর্ষ-বরণ
- চম্পা
- বকুল
- আকন্দ ফুল
- শিরীষ
- পুষ্পের নিবেদন
- কালো
- নব মেঘোদয়ে
- নব পুষ্পিতা
- জুঁই
- কেলি কদম্ব
- “পূরবৈঞা”
- শ্রাবণী
- কামিনী ফুল
- সুখ-বেদনা
- কেতকী
- দুধে আল্তা
- কিশোরী
- সুধা
- আমার যাহা ছিল আপন ব’লে (গান)
- কৃষ্ণকেলি
- পুষ্প-মেঘ
- শরতের প্রতি
- পদ্মের প্রতি
- লীলাকমল
- কুমুদ
- শেফালি গো! সন্ধ্যা গেলো (গান)
- শেফালি
- একটি স্থলপদ্মের প্রতি
- নীলপদ্ম
- শতদল
- অবসান (গান)
- আবির্ভাব (গান)
- তৃণ-মঞ্জরী
- পারুল
- অপরাজিতা
- হেমন্তে
- শিশুফুল
- শীতের শাসন
- কুন্দ
- কাঞ্চন ফুল
- ঘুমের রাণী
- ফুল শয্যা
- ফুল-দোল
- নির্ম্মাল্য
- প্রাণ-পুষ্প
- পারিজাত