আলো ফুরায়, কমল্ গো তোর আয়ু ফুরায়!
ব্রজের বাঁশী বাজে সে আজ কোন্ মথুরায়!
বলক ওঠে তপ্ত হাওয়ায়,
পলক নাহি চক্ষেতে, হায়!
ঝরা পাতায় ঘূর্ণা সে আজ তবু ঘুরায়!
আলো ফুরায়!
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
আলো ফুরায়, কমল্ গো তোর আয়ু ফুরায়!
ব্রজের বাঁশী বাজে সে আজ কোন্ মথুরায়!
বলক ওঠে তপ্ত হাওয়ায়,
পলক নাহি চক্ষেতে, হায়!
ঝরা পাতায় ঘূর্ণা সে আজ তবু ঘুরায়!
আলো ফুরায়!