শতবার্ষিকী

(প্যারীচাঁদ মিত্রের শততম জন্মদিনে রচিত)

সোজাসুজি শাঁখা শাড়ী সিঁদুরে কাজলে
সাজালে হে স্বদেশের সরস্বতীটিরে,
বিনা আড়ম্বরে আহা নিজ বুক চিরে
আল্তা পরালে দুটি চরণ-কমলে।
আনন্দ-ফুলের মালা গেঁথে কুতূহলে
দিলে গলে; কুন্দ ফুলে অঙ্গ দিলে ঘিরে;
আয়ীর বাঊটি-সুটে দেখিলে না ফিরে
রহিল সে সংস্কৃতের সিন্ধুকের তলে।

যে বলে গো বাঙ্লা বুলি বোঝে সে তোমারে,
তোমারে দলিতে নারে সময়ের চাকা;
বাঙালীর সরস্বতী-মন্দিরের দ্বারে
বিদেশী যাত্রীর পক্ষে পাণ্ডা তুমি পাকা।

সহজে নিয়েছ কেড়ে স্বদেশের হিয়া,
সহজ ভাষার প্রেমে তুমি সহজিয়া।