তুমি অকারনে এই মনে ব্যাথা দিওনা
ভালবাসি এত তবু কেন বোঝনা,
যদি যাও দূরে বহুদুরে ভুলে থেকোনা
ভালবাসা মিছে আশা শুধু ছলনা।
তবু সব বাঁধা ভেঙ্গে শুধু তোমাকেই চাই
তুমি ছাড়া এ ভুবনে কোন সুখ নাই,
জানি প্রথম প্রেমের মত কোন প্রেম নাই
বারে বারে ফিরে আসি যদি ফিরে পাই তাই।
You are my sunshine yeah
My only sunshine right
You make me happy
When skies are grey.
You never know dear
How much I love you
Please don’t take my sunshine away.
তবু ইচ্ছেগুলো শুধু তোমাকে খোঁজে
বুকে সাগরের ঢেউ তোমাকে বোঝে,
আর প্রতিদিন প্রতিরাতে প্রতিটি কাজে
তুমি আছো প্রতিক্ষণে বুকেরি মাঝে।
তাই ভাবি শুধু কবে তুমি আসবে কাছে
শূন্য ভুবনে মোর জোছনা মাঝে,
আমি তোমার চোখের মাঝে স্বপ্ন খুঁজি
অচেনা ভুবনে শুধু তোমাকে বুঝি তাই।
তুমি অভিমান করে দূরে সরে যেওনা
ভালবাসি এত তবু কেন বোঝনা,
যদি যাও দূরে বহুদুরে ভুলে থেকোনা
ভালবাসা মিছে আশা শুধু ছলনা।
কন্ঠ: সাইদ হাসান টিপু
কথা: জানা যায় নি