এসো দেখে যাও

এসো দেখে যাও দোলে
আমার এই মন,
একটু ছুঁয়ে যাও
হয়ে আমার আপন।

এই আসরে সাথী হও,
এত দিনেও যেন মেটেনি আমার সাধ,
চলি দ্রুত জেনে হতে পারে বিপদ
গানে গানে কথা শুনে যাও।

আঁধার পেরিয়ে, ছন্দের তালে মেতে
যেন আগুন ঝরে যায়,
অনুভবে আজ, দেখি তোমার এই সাজ
যেন নেচে নেচে যায়।

চেনা মানুষগুলো মুখোশ পড়ে ভীড়ে
যাই মিলিয়ে সকলে ছদ্মবেশে,
গান শুনে হয় যে পাগল।

চলে যেতে হবে এই আসর ছেঁড়ে,
তোমার নিয়ে যাব ভোরের আলোতে।

কন্ঠ: শাফিন আহমেদ