ঘরে বাস করে সে ঘরের খবর নাই

ঘরে বাস করে সে ঘরের খবর নাই।
চার যুগে ঘর চাবি আঁটা
ছোড়ান পরের ঠাঁই।।

কলকাঠি যার পরের হাতে
তার ক্ষমতা কি এ জগতে
লেনাদেনা দিবারাতে
পরে পরের ভাই।।

এ কী বেহাত আপন ঘরে
থাকতে রতন হই দরিদ্ররে
দেয় সে রতন হাতে ধরে
তারে কোথা পাই।।

ঘর ছেড়ে ঘর বাইরে খোঁজা
বয় সে যেমন চিনির বোঝা
পায় নারে সে চিনির মজা
বলদ য্যাছাই।।

পর দিয়ে পর ধরাধরি
সে পর কৈ চিনতে পারি
লালন বলে হায় কী করি
না দেখি উপায়।।

(প্রবর্তদেশ)

চাবি: তালা।
ছোড়ান: তালা খোলার চাবিকাঠি।