ভালোলাগে এত তবু

ভালোলাগে এত তবু কেন রয় না
রয় না চিরদিন,
সূর্যের আলো যেমন
কবির ছন্দ যেমন
ভোরের তারা যেমন।

ভালোলাগে এত তবু কেন রয় না
রয় না চিরদিন,
দিন আসে যেমন
সাগরে শামুক যেমন
সময় বলে দেয় যেমন।

এতো সবারই অন্তরে
যেখানেই চাও,
এতো প্রেম যা পূর্ণ করে তোমায়,
তৃষ্ণা মিটিয়ে।

ভালোলাগে এত তবু কেন আমরা
হব না সচেতন
পোশাক পড়তে যেমন
ছবি তুলতে যেমন
শিশু রাখতে যেমন।

ভালোলাগে এত তবু কেন রয় না,
রয় না চিরদিন,
সূর্য রবে যেমন
সব হৃদয়ে তেমন
শেষ হবে না কখন।

কন্ঠ: শাফিন আহমেদ