আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে।
ঔষধ খেয়ে অপযশটি
করলি কবিরাজেরে।।
মানিলে কবিরাজের বাক্য
তাতে রোগ হয় আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ হয়ে
রোগ বাড়লিরে।।
অমৃত ঔষধ খা’লি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ লালসে ভুলে র’লি
ধিক তোর লালসেরে।।
লোভে পাপ পাপে মরণ
তাকি জান নারে মন
সিরাজ সাঁই কয় লালন এখন
মরগে ঘোর বিকারে।।
(প্রবর্তদেশ)