গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন

গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
তরকারি খাওয়া যায় না, না দিলে লবণ।।

বোলে-তালে-স্বরে-তারে কণ্ঠস্বরকে সাহায্য করে
ভাসিয়া ভাবের সাগরে ভাবের গান গাওন।।

এশকে মজে জজবা হালে গাও গান সুর তালে
বেতালা কী সংসার চলে বোঝো আশেকগণ।।

যন্ত্রের মর্ম বোঝে যারা হৃদ্যন্ত্র বাজায় তারা
নামের সাজে দম দোতারা বাজায় সর্বক্ষণ।।

গান গেয়েছেন জ্ঞানী গুণী বোঝে যে জন তত্ত্বজ্ঞানী
গানের যে নিগূঢ় মায়নি বুঝলে হয় সুজন।।

গানে খোলে তজল্লির দ্বার অন্ধ দিল হয় পরিষ্কার
ভাবশূন্য হৃদয় যার কী বুঝবে সেজন।।

গরিবে নেয়াজ খাজা বুঝাইলেন গানের মজা
বাউল করিমের দোষের বোঝা যাবজ্জীবন।।

(সারি গান)