কালনীর ঢেউ

( ১৯৮১ )

এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর একটি গীতিগ্রন্থ যা ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৮৮ বঙ্গাব্দ) সিলেটের জিন্দাবাজারে মেহেরাবাদ প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়। কবি তাঁর সর্বশেষ সম্বল নয় বিঘা জমি বিক্রয় করে বইটি প্রকাশ করেন যা বইটির প্রতি তাঁর অকৃত্তিম ভালোবাসা বহন করে। এর প্রকাশক ছিলেন তার পুত্র শাহ নূরজালাল (বাবুল)। গানগুলোকে 'আত্মপরিচয়', 'আল্লা স্মরণ', 'নবি স্বরণ', 'ওলি স্মরণ', 'মুর্শিদ স্মরণ', 'ভক্তিগীতি', 'দেহতত্ত্ব', 'মনমানুষের সন্ধানে', 'মনঃশিক্ষা', 'নিগূঢ়তত্ত্ব', 'সারি গান', 'বিচ্ছেদ', 'প্রণয়গীতি', 'আঞ্চলিক', 'হাওর এলাকার গান' ও 'দেশের গান' ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কবির জীবদ্দশায় ২০০৯ সালের ৩ এপ্রিল বইটির চতুর্থ সংস্করণ বের হয়েছে। এতে মোট গান ছিলো ১৬৬টি।

সূচীপত্র