ঘৃণা লজ্জা ভয় থাকিতে

ঘৃণা লজ্জা ভয় থাকিতে
প্রেম হবে না
যে করে আত্মসমর্পণ
তার প্রেমে আর গোল বাধে না।।

প্রেমের বাতাস লাগে যার গায়
দেখলে তারে চেনা যায়
প্রমাণ দেয় ভাবভঙিমায়
আত্মসুখের ধার ধারে না।।

পঞ্চরসে মাখা যেজন
রসিক সুজন সে মহাজন
অন্তরে তার পরশরতন
সে করে স্বরূপ সাধনা।।

শুদ্ধপ্রেম যার ভাগ্যে ঘটে
আঁধারে তার চন্দ্র ওঠে
আবদুল করিম প্রেমের হাটে
সময়ে যাইতে পারল না।।

(মনঃশিক্ষা)