রাখ কি মার এই দয়া কর

রাখ কি মার এই দয়া কর
থাকি না যেন তোমারে ভুলিয়া।।

নিশিদিনে শয়নে-স্বপনে
পরানে পরানে মিশিয়া
এই আঁধার রাতে নেও যদি সাথে
তুমি নিজে পথ দেখাইয়া।।

আমি তোমার পাগল, ভরসা কেবল
দীনবন্ধু তোমার নাম শুনিয়া
নেও যদি খবর হইব অমর
নামের সুধা পান করিয়া।।

দয়াল নাম তোমার জগতে প্রচার
জীবেরে দয়া কর বলিয়া
আবদুল করিম বলে রেখ চরণতলে
দিও না পায়ে ঠেলিয়া।।

(আল্লা স্মরণ)