রমজানের চান যে জন দেখেছে

রমজানের চান যে জন দেখেছে
এক ইমানে মন বান্ধিয়া
রোজা রেখে বসেছে।।

রোজা হয় ইমানের মূল
এ ছাড়া পাবে না কূল
আপনা হতেই ভাঙিবে ভুল
রোজা যে জন রেখেছে।
রোজা ঠিক হইবে যার
নামাজে মিলিবে দিদার
ঘুচে যাবে মনের আঁধার
রোজায় মরা বাঁচে।।

মমিন যে জন রাখে রোজা
রোজাতে হয় ইমান তাজা
রাখিলে আছে সাজা
অবশ্য বুঝবে পাছে।
এক ইমানে রোজা থাকো
ছয় রিপুকে বশে রাখো
করিম তুমি ভেবে দেখো
রোজা নি তোর ঠিক আছে।।

(মনঃশিক্ষা)