তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল

তেরোশো একাশি সনে কাল হইল রে বৃষ্টির জল
নষ্ট করল বোরো ধানের ফসল।।

আশি বাংলার চৈত্রের শেষে নামলো আষাঢ়িয়া ঢল
হাওর এলাকায় থাকি প্রাণপাখি হইল চঞ্চল।।

নদীর তরঙ্গ দেখে ভেঙ্গে গেল মনোবল
আতঙ্কিত হয়ে গেল সম্পূর্ণ ভাটি অঞ্চল।।

ভরাট নদী জল ধরে না কল ডুবাইয়া ছটল জল
সুনামগঞ্জের শস্যভাণ্ডার হয়ে গেল রসাতল।।

দেখার হাওর নলুয়ার হাওর চেপটির হাওর ছন চাতল
হাওর বরাম টাংনিসহ একেবারে করল তল।।

কী হইল কী হইবে- গ্রামগঞ্জে এই কোলাহল
কৃষিমন্ত্রীর হেলিকপ্টার করল কয়দিন চলাচল।।

কৃষক হলো অর্ধমরা নিরুপায় মজুরের দল
বাউল কবি আবদুল করিম ভাবছে বসে উজানধল।।