ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও

ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও
খোঁজো যারে পাইলে তারে
পরান জুড়াও রে-
গুন গুন স্বরে গান গাও।।

মধুর গান গাও রে ভ্রমর
ফুলের মধু খাও
তোমার স্বরে আকুল করে
উদাসী বানাও রে।।

করে গুন গুন বুকের আগুন
দ্বিগুণ জ্বালাও
এই মধুর গান গেয়ে তুমি
কারে বা শোনাও রে।।

আমি যারে চাই রে ভ্রমর
তারে যদি পাও
আমার খবর কও না যদি
আমার মাথা খাও রে।।

আমার দুঃখের খবর আমার
বন্ধুরে জানাও
করিম বলে তোমার মতো
আমারে বানাও রে।।

(বিচ্ছেদ)