ধেই ধেই ধেই করতে করতে যাবো

(ঝিনু, খসরু, ইয়াসিন, ইলিয়াস, জামাল)

আন্ধার রাস্তার মোড়ে দাঁড়িয়েছি আমরা ক’জন
বিলকুল বেয়াকুফ যুবা পুটলি-পেটেরাহীন
ন্যাংটা নটরাজ! ধেই ধেই ধেই করতে করতে বলো
পুরোনো বিধ্বস্ত এই হাড্ডি-মাংস নিয়ে
দাঁড়াবো কোথায় কোণ নান্-সেঁকা চুলার ভিতর?

আমাদের চাল নাই, পাতিলও নাই
পিতলের বদনা নাই
ইয়ারেরা বেরিয়েছি তবু, একদিন ঠিক জেনো
রাত্তির কাবার করে আমরাও পৌঁছামু
অলৌকিক ইমামের কাছে কোন
অদেখা সুনীল ঈদগাহে!

নাকি সে ভরসা নাই? “এলাহী, এলাহী” করে তবে
শীর্ণ-পাছা চুলকে-চুলকে কেন মিছা চুলবুলি চটুল চিৎকার
কিসের আহ্লাদ তবে নাগরেরা
চুলের বাদাম-ওড়া ঠাণ্ডা রাতে চাষাড়ে হাওয়ায়
আপাদমস্তক মুড়ে শার্ট-পাতলুনে, অশ্লীল শব্দের ধ্যানে
কোন জ্ঞান ধরা দেবে আমাদের গুনাগার আন্ধার যৈবনে
কোন আলো এই এক বাঁজা ধুমসি ভাতার-ছাড়া
মাতারীর মুখর চুম্বনে?

আমরা কি ধেই ধেই ধেই করতে করতে ঠিক
পৌঁছামু সদলবলে
বিশাল চুলার মধ্যে, লাল মসজিদে?