পতন

সব কিছু নষ্ট হয় অবশেষে দ্রুত অধঃপাতে
প্রথম রক্তিম কুঁড়ি লোলচর্ম প্রাচীন ফলের ম্লান ছাঁচে
নিঃশব্দ পচনে যায় নীলরঙা মাছিদের উল্লোল উৎসবে

টেবিলের উজ্জ্বল রেডিয়ো -একদিন জ্বলে না ডায়াল তার
নিরালোকে পড়ে থাকে নিঃসঙ্গ ধুলোর আস্তরণে বহুদিন
একে একে খসে পড়ে প্রতি অঙ্গ, ঝলসে যায় ভালভ

চিকন মসৃণ তার, প্রাণবাহী শিরা উপশিরা,
ছিন্ন হয় টেরিলিন, মহিলার ত্বকের মহিমা,
গ্যারেজে বিধ্বস্ত হয় মোটরের মাংসল টায়ার,

নরম পাৎলুন আর চকচকে চালাকির মত সব চোখামুখো জুতো,
পরিত্যক্ত একা ট্রেন রৌদ্রঝড়ে, বুড়ো মুখ পোড়ো জানালায়
প্রাচীন আর্শির মত পারা-ওঠা, সবকিছু আতঙ্ক রটায়।