চলার পথে হেঁটে হেঁটে

চলার পথে হেঁটে হেঁটে
ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়ি;
ফের এগোবার ইচ্ছাটুকু
পুষে রাখতে ঝিমিয়ে-পড়া মনোভাবে।

আচ্ছা যদি এখন ঝড়ে
কেঁপে ওঠে কোমল জমি, বৃক্ষগুলো
কোন্‌ ভরসা জাগবে মনে?
থাকব না কি কামড়ে ধরে সোঁদা মাটি?

দিন ফুরোলে সন্ধ্যা নামে,
আঁধায় হয়ে আসে শহর আর পাড়া গাঁ।
এই তো আমার জীবন দ্রুত
যাচ্ছে ডুবে নুড়ির মতো অগাধ জলে!
হঠাৎ মনে ভয় জাগে কি?
কোন্‌ ক্ষণে যে বুনো পশুর মতো চিন্তা লাফায় এবং
শীতল বুকে মৃত্যু যেন
কালো হাসি ছুড়ে আমায় চেপে ধরে।

২১-১০-২০০৩