কয়েকটি ছড়া


বাদলা দিনে বাঁশবাগানে
হাওয়ার রাজা বাজায় বাঁশি!
বাঁশির সুরে ব্যাকুল হয়ে
আমরা সবাই বাইরে আসি।


ভকভকিয়ে ভীষণ কালো
ধোঁয়া বেরোয় গলিময়,
বুকের ভেতর চমকে ওঠে
ভূতের মতোই ভূতের ভয়।


রবিবারের রোদের মতো
খুশি মনে ঝরে;
রোগীর গালে রঙ লেগেছে
হাড় কাঁপে না জ্বরে।