পরমা

বারেবারে চমকে উঠি, সে আসেনি; গোধূলির আলো
পশ্চিমে তির্যক হয়ে দেবদারু চুড়ায় দাঁড়ালো।

মন যদি নিভে যায় তবুও গভীরে
রত্নের সন্ধানী চোখ বারে বারে আসে ঘুরে ফিরে
খুঁজে পায় টুকরো, ভাঙা, শৈশব সুদূর;
আহত পাখির মতো শূন্যে কাঁপে যন্ত্রণার সুর।

নিজের দু’চোখে যদি মুকুরের রূপ মনে আসে
তবে কার শান্ত ছবি, কার অতলান্ত প্ৰেম ভাসে?

নিশ্বাসে স্মৃতির সঙ্গ চেতনার দিগন্তে ছড়ালো
বারবারে চমকে উঠি, কে এসেছে, গোধূলির আলো।