সাঁধের সর্বনাশ

তোমার চোখেই দেখেছি আমার
সাঁধের সর্বনাশ,
স্বপ্নে স্বপ্নে তোমাতেই আমি
করে যাব বসবাস।

স্বপ্নেরা ভেঙ্গে যায়
রাত ভোর হলে,
শিশিরের শব্দকে
ভোলে কোলাহলে।

রাতের হাজার তারা
জ্বলে বা না জ্বলে,
আশ্রয় তবু তার
বিশাল আকাশ।

যন্ত্রণা ভরে থাকে
অমল আলোতে,
নিরাশার ঘর-বাড়ি
হৃদয় গভীরে।

হাজার কল্পনা
জাল বুণে শেষে,
একাকী প্রহর গোণা
দীর্ঘশ্বাস।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: মাসুম আজিজ