শুধু চোখ থেকে

শুধু চোখ থেকে চোখে
চোখের গভীরে,
শুধু মন থেকে মনে
মনের ভিতরে।

শুধু স্মৃতি থেকে স্মৃতি
আরো স্মৃতির অতলে,
ডুবে গেছি আমি ডুবে
বলো ভুলি কি করে।

কিছু কথা থাকে বুকে
বুকের ভেতরে,
কিছু ব্যাথা থাকে ঠোঁটে
আর ঠোঁটের কিনারে।

কিছু স্মৃতি থাকে শুয়ে
তোষকে বালিশে,
বল মেয়ে মানুষি
প্রেম ভুলি কি করে।

আমি ভুলে যেতে যেতে
সুদূর আকাশে,
খুঁজি শুকতারা তবু
বুকে দুঃখ আসে।

আমি দুঃখে বড় দুঃখে
করি মেঘে মিতালী।

কন্ঠ: বাপ্পা মজুমদার
সুর: সঞ্জীব চৌধুরী